Posts

Showing posts from 2023

Machh Kena

(Unearthed from the digital archives of 2016 and modified) বিশ্বাস বাবু মানুষটি কেবলি ব্যস্ত , কম্পিউটার এর সামনেই তার সময় কাটে দিবারাত্র |  বারো ঘন্টার খাটুনি, এক মিনিটও নন ফাঁকা,  তাই বাজার - দোকানের পর্ব সব weekends এর জন্যই রাখা |  একদিন হঠাৎ অফিস এ গিন্নির call পেয়ে, tension এ পড়লেন বড্ড,  বিনা খবরে শশুর শাশুড়ি উপস্থিত সদ্য সদ্য |  এ দিকে ভালো মাছ কিছুই ঘরে নেই যে আনা |  অল্প সময়ের মধ্যে, ইলিশ, ভেটকীর কিকরে হবে আয়োজন, নেই তার জানা | ওদিকে বসু পরিবার , মুম্বাইতে বাস |  তবুও বাংলার nostalgia তাঁদের টানে বারো মাস |  তাই ছেলের বৌভাতের মেনু নিয়ে no compromise,   চাই ফ্রেশ গলদা চিংড়ির সাথে পমফ্রেট fries |  আবার রায়বাবুর ছোট পরিবার, বেশী মাছ আনলেই হয় নষ্ট , কিন্তু অল্প পরিমানে মাছ পাওয়াই যে কষ্ট | দত্ত বাগানের জেঠু বড়ো sea food ভালোবাসেন | Octopus, squid এর খোঁজে চুপি চুপি বাজার ঘুরে আসেন।  গুপ্তদা Delhi র মানুষ, নতুন পা রেখেছেন শহরে |  তাই বাজার হাট খুব একটা জানা নেই তার ঠিক করে |  রোদ, জল, কাদা, হই চৈ আর মাছের ...