Posts

Showing posts from August, 2020

To Dilemma

Hey you, Are you listening? You are the reason I feel like seventeen today despite being twenty seven, With you, I feel I am at my safe haven. থাক, অনেক হলো, অনেক হলো প্রেমের কবিতা, সারাদিন কি ভাবলে চলে, ভাবলে চলে তার কথা? এবার একটু পড়তে বসো, কাজটা করো মন দিয়ে, দিবারাত্রি কি তার অপেক্ষায় চেয়ে রইবি ফোন নিয়ে? And much like a rain... You breathe life into my parched soul all over again. ধুর বাবা! আবার শুরু, আবার পড়লি প্রেমে? তোর কপালে বড্ডো বিপদ, এবার তো যা থেমে। কত এলো, কত গেল, কতই বা আসবে, এই নয় যে তারা তোকে তোর মতো ভালোবাসবে। But I simply cannot let you go out of my mind, In thousand and one ways have I imagined our conversations, our fingers entwined. বুঝিনা ভাবিস, তোর কথার অলংকারে, কার কথা যাস বলে? আমি তোর আব-ভাব সব চিনি, এই রকমটি হলে। বেরিয়ে আয় এবার তুই আবেগের ফাঁদ ছেড়ে, নইলে প্রত্যেক বারের মতো তুই আবার যাবি হেরে। Shut up! Just shut up! It is true, hoping against hopes, I still weave my dreams, Atleast this time, my sunshine, do not disappoint me please.

প্রাক্তন

কেমন আছো তুমি? আশা করি ভালোই হয়তো। শেষ মেশ বিয়ে করে সুখী হয়েছো, একা যে বড়ো কষ্ট পেতে নয়তো। আজও কি তুমি আগের মতনই আছো? তাকেও কি তুমি নিঃস্বার্থে ভালোবাসো? মাথা থেকে তার পায়ের নখ অবধি, অমনই খেয়াল রাখো? আজও কি তুমি রেগে গেলে হিংস্র হয়ে যাও? তাকেও কি পাখি ভেবে, আগলে রেখে, খাঁচায় ভরতে চাও? তোমার প্রেম কোনো দিনও বুঝলাম না বাপু! চিরকাল দায়ী করেই সুখ পেলাম। ঠিক-বেঠিকের গন্ডি পেরিয়েছি বহুদিন। তাই আজ ক্ষমার অনুরোধটি রেখে গেলাম।

To My Bad Horoscope

I have always been bewitched by the night sky, The moon gliding like a silver boat from high. The stars sprinkled like diamonds all over,  As the planets stealthily manoeuvre. Many a tale as a child, have I spun around you,  You are my wonderland I try escaping into. Growing slightly older and falling in love,  I have often imagined lying by my lover's side and gazing above.  But today I feel utterly deceived. You are my confidant I have forever believed.  Should the aligning of your celestial entities define who I am? My highs and lows, my demeanour godamn! How do you hold my fate inauspicious through sheer intensity of my rage? My angst, my abilities, you can never truly gauge.  'Maktub', 'It's all written', since long I have known,  What's destined, is bound to unfurl on its own.   

To the World

The world is an enigma, Baffles me by the way it goes, Truth can be deceptive, Deception a truth, Who knows? The world is a maze, Topsy-turvy and twirled. I take a vow To find my way, But lose myself somehow. You see, While my thoughts align in a linear path, The world is a ‘Chakravyuh’. I try fathoming a little each day, And shiver at the aftermath.